Rahul is going to resign from the captaincy after being scolded by owner Sanjeev Goenka
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লখনউ সুপার জায়ান্টসের হারের পরই কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে বেশ ভালোরকম কথা শুনতে হয় অধিনায়ক লোকেশ রাহুলকে। জনসমক্ষেই সঞ্জীব গোয়েঙ্কা নিজের রাগ প্রকাশ করছিলেন রাহুলের ওপর। বিষয়টি ভাইরালও হয়ে যায় কারণ টেলিভিশনে ধরে পড়ে। এমনিতে অত্যন্ত চুপ চাপ স্বভাবের মানুষ লোকেশ রাহুল। অধিনায়কত্ব করে গত দুবার আইপিএলে দলকে প্লে অফে তুলেছিলেন, কিন্তু দল খারাপ খেলার পর হারতে হয়। তারপরই কর্ণধাররে বকুনি খেয়ে অধিনায়ক পদ থেকে অব্যাহতি নিতে চলেছেন তিনি। বড়সড় অঘটন না ঘটলে পরের দুই ম্যাচে স্রেফ দলের ব্যাটার হিসেবেই খেলবেন এই ক্রিকেটার। ২০২৫ সালে আইপিএলেও আর লখনউ সুপার জায়ান্টসের হয়ে হয়ত খেলতে দেখা যাবে না এই তারকা ক্রিকেটারকে।