Rahul Gandhi is claiming a reward of 1 lakh rupees in the election campaign.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভোট প্রচারে এবার ১ লক্ষ টাকা পুরস্কারের দাওয়াই রাহুল গান্ধীর। লোকসভা ভোট শুরু হতে আর এক সপ্তাহ বাকি। তারপরই শুরু গনতন্ত্রের উৎসব। ২০১৪ সালে সরকারে আসার আগে অ্যাকাউন্টে ১৪ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন বিজেপি নেতারা। যদিও সেই টাকা অ্যাকাউন্টে আসেনি, কিন্তু নির্বাচনে বিজেপি জিতেছিল। এবার সেই পন্থাই অবম্বন করলেন কংগ্রেসের রাহুল গান্ধী। ইস্তেহারে আগেই মহিলাদের মাসে ৮৫০০ টাকা দেওয়ার ঘোষণা করেছিল কংগ্রেস। রাজস্থানের সভা থেকে সেই প্রতিশ্রুতি যে রাখা হবে, সেটাই বোঝানোর চেষ্টা করলেন রাহুল গান্ধী। গরীব পরিবার বেছে নিয়ে তাদের পরিবারের একজন মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে ৮৫০০ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন রাহুল গান্ধী। অবশ্য সেই টাকা পাওয়ার জন্য দরিদ্রসীমার নিচে থাকতে হবে পরিবারকে। রাজস্থানসহ যে রাজ্যেই তিনি প্রচারে যাবেন, এই বিষয়ের ওপরই জোর দিতে চলেছেন তিনি। কারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে কংগ্রেসের যা অবস্থা তাতে ভোটে জিততে গেলে এই আর্থিক প্রতিশ্রুতিই টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।