BJP will get less than 150 seats, claimed Rahul Gandhi
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তার বক্তব্যে যে জায়গা গুলোয় তিনি ধরে নিয়েছিলেন কংগ্রেসের পারফরম্যান্স খারাপ হতে চলেছে, সেই জায়গা গুলোতে নাকি গ্রাউন্ড রিপোর্ট বলছে কংগ্রেস ভালো ফল করবে। তবে সেই ভালো ফল মানে ঠিক কতটা, সেটা অবশ্য বলতে পারেননি। কারণ এবারের লোকসভা নির্বাচনে অন্যান্যবারের তুলনায় অনেক কম আসনে লড়ছে কংগ্রেস। মূলত আঞ্চলিক দলগুলির সঙ্গে সমঝোতা করেই তারা লড়াই করছে। ইন্ডিয়া জোটের দলগুলোকে আসন ছাড়তে গিয়ে তাদের লড়াইয়ের কেন্দ্র কমেছে, যদিও তাতে চিন্তিত নন রাহুল গান্ধী। বেশি আসনে প্রার্থী দিয়ে হারের থেকে কম আসনে প্রার্থী দিয়ে জিতলে শতাংশের নিরিখে নিজেদের সাফল্য দাবি করা যাবে, সেই কারণেই কংগ্রেসের এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিকমহল। উল্লেখ্য ওয়েনাড় থেকে আগেই লড়াই করার কথা জানিয়েছিলেন রাহুল গান্ধী। যদিও আরেক পছন্দের কেন্দ্র আমেঠি থেকে তিনি লড়বেন কিনা, তা নিয়ে এখনই স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে আমেঠি থেকে তিনি না দাঁড়ালে যে কংগ্রেসের জন্য সেই সিদ্ধান্তটা খুব একটা ঠিক হবে না, তা মনে করছেন অনেকেই।