Rahul Gandhi will fight from Rae Bareli
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : আমেঠি নয়। রায়বারেলি আসন থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দিতা করবেন রাহুল গান্ধী। রাজ্যসভা সাংসদ হওয়ায় সোনিয়া গান্ধী এবার রায়রারেলি থেকে প্রতিদ্বন্দিতা করছেন না। তার জায়গায় এবার প্রার্থী হচ্ছেন রাহুল। গত লোকসভা নির্বাচনে আমেঠি থেকে পরাজিত হন রাহুল গান্ধী। শুক্রবার কংগ্রেসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে আমেঠি থেকে লড়বেন কিশোরী লাল শর্মা।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে ২০ মে এই দুই আসনে ভোটগ্রহন হওয়ায় শুক্রবারই মনোনয়ন জমা করবেন দুই প্রার্থী।দলের পক্ষ থেকে দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষনা হওয়ার পরপরই টুইট করে তাদের অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।