Pradesh Congress accused Trinamool Congress of forging Rahul Gandhi’s signature.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনল কংগ্রেস। মঙ্গলবার রয়েছে তৃতীয় দফার ভোট, তাঁর আগেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে রাহুল গান্ধির সই জাল করার অভিযোগ তুলল প্রদেশ কংগ্রেস। ঘটনা হচ্ছে, রবিবার কংগ্রেসের প্রার্থী ইশা খান চৌধুরির হয়ে সমর্থনে আসার কথা ছিল কংগ্রেসের কোনও শীর্ষ নেতার। এবার তিনি যে আসন থেকে দাঁড়িয়েছেন, সেই মালদহ দক্ষিণ কেন্দ্র বরাবরই কংগ্রেসের শক্তি ঘাঁটি বলে পরিচিত। কিন্তু সেই সভার পরই হঠাৎ রাহুল গান্ধির লেখা এক চিঠি ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। সেই চিঠিতে দেখা যায়, ইশা খান চৌধুরিকে উদ্দেশ্য করে রাহুল গান্ধী লিখেছেন, এখানে কংগ্রেসের প্রার্থী প্রীয়াঙ্কা গান্ধীকে প্রচারের জন্য চাইলেও তা দেওয়া সম্ভব হচ্ছে না, পরিবর্তে বর্ষিয়াণ নেতা মল্লিকার্জুন খড়গেকে পাঠানো হবে। কিন্তু কংগ্রেস এরই মধ্যে অভিযোগ করেছে, যে তাঁরা এমন কোনও চিঠি রাহুল গান্ধীকেও পাঠাননি, তেমনই কংগ্রেসের হাই কম্যান্ড থেকে তাঁদের কাছেও এমন কোনও চিঠি আসেনি, অর্থাৎ চিঠিতে রাহুল গান্ধীর সই জাল করা হয়েছে বলে অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হয়েছে কংগ্রেস।