Rahul gave a biscuit from a dog’s plate to a Congress worker! BJP claims by posting the video
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : কুকুরকে খেতে দেওয়া বিস্কুট কংগ্রেস কর্মীকে দিলেন রাহুল গান্ধী! ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে রাজ্যরাজনীতিতে৷ ভিডিওটি পোস্ট করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য৷ এই ভিডিওকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিজেপি।
ভারত জোড়ো ন্যায় যাত্রায় ঝাড়খণ্ডে রয়েছেন রাহুল। সেখানেই বিতর্কিত ঘটনাটি ঘটেছে বলে খবর। ভিডিওতে দেখা যাচ্ছে, লাল রঙের হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে রাহুল গান্ধী, তিনি জনতার দিকে হাত নাড়ছেন। পাশেই রয়েছে তাঁর পোষ্য কুকুর। একটি প্লেটে ভর্তি করে রাখা বিস্কুট। যা কিনা খেতে দেওয়া হয়েছিল তাঁর পোষ্যকে। সেই সময়েই এক কংগ্রেস কর্মী রাহুল গান্ধীর সঙ্গে হাত মেলাতে আসেন, কিন্তু হাত না মিলিয়ে কুকুরের প্লেট থেকেই একটি বিস্কুট তাঁর দিকে এগিয়ে দেন রাহুল। গোটা ঘটনার ভিডিও নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। সোমবার গভীর রাতে এই ভিডিওটি পোস্ট করেন বিজেপির অমিত মালব্য৷ এই ভিডিওটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ তিনি কটাক্ষ করে বলেন, ‘কুকুরের বিস্কুট খেতে রাজি ছিলাম না বলেই কংগ্রেস ছেড়েছি’।