Rahul Gandhi was saved for a while, saved from a big accident
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রাহুল গান্ধী। কয়েক সপ্তাহ আগেই প্রচারের সময় এক রবিবার অসুস্থ হয়ে পড়েছিলেন কংগ্রেসের এই নেতা। সোমবার ছিল তাঁর দলীয় প্রচারপর্ব। এখন দলের প্রার্থীদের হয়েই মূলত প্রচার করছেন রাহুল গান্ধী। সেই মতো বিহারের পালিগঞ্জে প্রচারে পৌঁছে যান তিনি। কিন্তু সেখানে গিয়েই বিপত্তি। লালু প্রসাদ যাদবের কন্যা তথা আরজেডির প্রার্থী মিসা ভারতীর হয়ে প্রচারের স্টেজে উঠতেই তা মাঝখান থেকে নিজের দিকে হেলে যায়। রাহুলগান্ধী স্টেজে উঠে হাঁটতে শুরু করলে দেখা যায়, স্টেজ নিচের দিকে নেমে যাচ্ছে, অর্থাৎ প্রায় ভেঙে যেতে বসে স্টেজ। রাহুল নিজের ভারসাম্য হারাতেই, সঙ্গে উপস্থিত নেতারা তাঁকে নিজের আসনে নিয়ে গিয়ে বসান। এরপর তিনি লালু কন্যার হয়ে নিজের বক্তব্য রাখেন।