Congress leader Rahul Gandhi suddenly fell ill in the middle of the Lok Sabha elections.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের মধ্যেই হঠাৎই অসুস্থ কংগ্রেসের শীর্ষনেতা রাহুল গান্ধী। অসুস্থতার কারণে যোগ দিতে যেতে পারলেন না সভাতেও। রবিবার তাঁর রাচীতে সভায় যোগ দেওয়ার কথা ছিল। সেই মতো তিনি দিল্লি থেকে বেরোতেও গেছিলেন বলে জানিয়েছেন তাঁর দলের নেতৃবৃন্দ। কিন্তু হঠাৎই অসুস্থ বোধ করায় আর তিনি যেতে পারেননি। ফলে আপাতত দিল্লিতেই রয়েছে ৫৪ বছর বয়সি এই হেভিওয়েট নেতা। সনিয়া গান্ধীর অসুস্থতার জন্য কংগ্রেসের সব দায়িত্বই এসে কার্যত পড়েছে তাঁর কাঁধে। একাই লড়াই চালাতে হচ্ছে প্রবলতর প্রতিপক্ষ বিজেপির বিপক্ষে। তাঁরই মধ্যে আছে শরীকি অসন্তোষ, নিজের কেন্দ্রে লড়াই। পাশাপাশি অন্য কেন্দ্রে দলের নেতাদের হয়ে প্রচার তো রয়েইছে। আবার গোটা দেশের প্রায় সর্বত্র প্রবল গরম পড়েছে। এরই মধ্যে তাঁর অসুস্থ হওয়াটা স্বাভাবিক। কিন্তু রাহুল গান্ধীর শরীর খারাপের জেরে যে তাঁর দল অস্বস্তিতে পড়ে যাবে ভালো প্রচারকের অভাবে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য গুরুতর অসুস্থ নন তিনি, মঙ্গলবার থেকেই ফের পুরো দমে ভোটের ময়দানে সভায় সভায় দেখা যেতে পারে তাঁকে।