July 27, 2024 3:50 pm

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 3:50 pm

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

Rahul Dravid : ভারতের পিচ বোঝাই যায় না, বললেন রাহুল দ্রাবিড়

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#Rahul# #Dravid# #comments3 #about# #pitch

India’s pitch is incomprehensible, said Rahul Dravid

দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ভারতের স্টেডিয়ামের পিচ নিয়ে বিরক্ত কোচ রাহুল দ্রাবিড়। বর্তমানে যে পিচে ভারতীয় দলকে খেলতে হয়, তা দেখে দ্রাবিড়ও নাকি বুঝতে পারেন না যে পিচের চরিত্র কেমন হতে পারে। এমনটাই জানালেন স্বয়ং ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। কদিন আগে ভারতীয় পিচের সমালোচনা করে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, যে দলে বুমরাহ, সামি, সিরাজের মতো বোলাররা রয়েছে সেই দলকে কেন ঘরের মাঠে স্পিনিং ট্র্যাক তৈরি করতে হবে। কারণ পেসাররাই তো ভারতকে সহজেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।

এবার রোহিতদের হেডস্যারও একইরকম কথা বলে জানালেন, তিনি বা তার ম্যানেজমেন্ট কখনও স্পিন সহায়ক উইকেট বানাতে বলে না। কিউরেটররা তাদের মতো করেই পিচ বানান। তাতে বরং মাঝেমধ্যে সমস্যায় পড়ে রোহিতরাই। কারণ পিচের চরিত্র ক্রিকেটাররা নিজেরাই বুঝে উঠতে পারেননা সব সময়। কখনও মনে হয় বল তৃতীয় দিন থেকে ঘুরবে, অথা বল টার্ন শুরু হয়ে যায় প্রথম দিন থেকেই। আবার কোনও কোনও সময় চতুর্থ দিনেও বল ঘুরতে চায়না। পিচের ক্ষেত্রে এমন ধারাবাহিকতার অভাব নাপাসন্দ ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, সেটা তার কথা থেকেই স্পষ্ট।সিরিজ আপাতত ১-১। তৃতীয় টেস্ট হবে রাজকোটে, ১৫ই ফেব্রুয়ারি থেকে। সেখানে পিচ কেমন হবে, সেদিকেই তাকিয়ে থাকছে রোহিতদের হেডস্যার। কারণ পিচ দেখেই যে ভারতীয় দলের কম্বিনেশন ঠিক করতে হবে তার টিম ম্যানেজমেন্টকে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top