Rafael Nadal retired after losing in the first round of the French Open.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে হেরেই বিদায় নিলেন রাফায়েল নাদাল। অ্যালেক্সান্ডার জেরেভের বিরুদ্ধে এই ম্যাচকেই তার সম্ভাব্য বিদায়ী ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। কারণ ফরাসি ওপেনই স্প্যানিশ তারকা শেষ প্রতিযোগিতা হতে পারে। তিন সেটের লড়াইয়ে জেরেভের বিপক্ষে হেরে যায় স্প্যানিশ সুপারস্টার। চোটের জেরে দীর্ঘদিন চেনা ছন্দে নেই এক সময়ের বিশ্বের এক নম্বর তারকা। ৩৭ বছর বয়সী নাদাল দাঁড়াতেই পারলেন না জেরেভের বিরুদ্ধে। তিনটি সেটের তিনটিতেই হেরে গেলেন তিনি। খেলার ফল ৬-৩, ৭-৬, ৬-৩। প্রথম রাউন্ডের ম্যাচেই তাঁর এভাবে ছিটকে যাওয়া হতাশ করেছে সমর্থকদের। রোলান্ড গ্যারোসের তরফ থেকেও ট্যুইট করে বলা হয়েছে, আগামী বছর তাঁকে কোর্টে দেখতে চান তাঁরা। যদিও সেই সম্ভাবনা হয়ত অত্যন্ত ক্ষীণ।