In the case against Ramdev,This time the role of the government is in question
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: চাপ যেন কেটেও কাটছে না পতঞ্জলির মালিক রামদেবের। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় বারবার সুপ্রিম কোর্টের কড়া প্রতিক্রিয়ার মুখে পড়ছে রামদেব। মঙ্গলবার আদালতে আরো একবার ক্ষমা চেয়ে নেন যোগগুরু রামদেব, জানিয়ে দেন, প্রয়োজনের মিথ্যে বিজ্ঞাপনের জন্য মানুষের কাছে সরাসরি ক্ষমা চাইবেন তিনি। ভবিষ্যতে এরকম ঘটনা আর কখনও না ঘটানোর কথাও জানান তিনি। আদালত অবমাননার মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে ফল ভয়ংকর হতে পারে বুঝতে পেরেই বারবার সশরীরে এসে ক্ষমা চাইছেন রামদেব এবং তার সংস্থার ডিরেক্টর বালাকৃষ্ণ। আদালতের তরফ থেকেও তাদের বলা হয়, যে তারা আদালতকে মোটেই গুরুত্ব দিতে চাননি। একাধিকবার আদালত অবমাননার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। পাশাপাশি উত্তরাখণ্ডের সরকারকেও তুলোধনা করেছে আদালত। কিভাবে এত দিন সেখানে অবৈধ ভাবে কাজ করল এই সংস্থা তাও সরকারের আইনজীবীকে প্রশ্ন করে বিচারপতিরা। আগামী ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টে পরের শুনানি। সেদিন অবশেষে এই মামলায় কিছুটা স্বস্তি পেতে পারেন যোগগুরু রামদেব।