Punjab vs Mumbai clash in IPL on Thursday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: প্রত্যাবর্তনের ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়াদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। দুই দলই পয়েন্টের নিরিখে একই জায়গায়, ৬ ম্যাচে ৪ পয়েন্ট। মুম্বাই দল দুটি ম্যাচে জিতে ঘুরে দাঁড়াচ্ছিল, কিন্তু এর মধ্যে চেন্নাই তাদের হারিয়ে দিয়েছে। রোহিত বললো গত ম্যাচে শয়তান করেও ম্যাচ জেতাতে পারেন নি। বোলাররা এত রান দিচ্ছে, যে সমস্যা বেড়েই চলেছে মুম্বাইয়ের। অধিনায়কের ব্যাটে বলে খারাপ পারফরমেন্সও মুম্বাইয়ের চিন্তার কারণ। যদিও ভালো বলতে একটাই, প্রতিপক্ষ পাঞ্জাব অত্যন্ত ছন্নছাড়া দল। কোনো ধারাবাহিকতা নেই। কদিন আগেই ধ্রুব জুড়েলকে সরিয়ে স্যাম কারেনকে দিয়ে অধিনায়কত্ব করেছেন তারা। দলে শসাঙ্ক সিং বলে এক ক্রিকেটার রয়েছেন, যিনি শেষ দিকে যথেষ্ট লড়ছে। তবে দলের কেউই তাকে নূন্যতম সম্মান টুকু দেননি। কাজিসো রাবাদা ছাড়া দলের বোলিং লাইন আপ মোটেই ভালো নয়। গত দুই ম্যাচেই তারা হেরেছে রাজস্থান ও হায়দরাবাদের বিপক্ষে। এবারে হারের হ্যাটট্রিক রুখতেই মাঠে নামবেন তারা নিজেদের হোম ম্যাচে। এই ম্যাচে শিখর ধাওয়ান খেলতে পারবেন না নিশ্চিত, ফলে কারানের ওপরই বর্তাচ্ছে অধিনায়কের দায়িত্ব। এখন দেখার রোহিতদের বিপক্ষে জয়ের হাসি হাসতে পারে কিনা কিংসরা।