Police claimed that the teenager admitted to driving under the influence of alcohol
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পুণে পোর্শেকাণ্ডে অবশেষে জট কাটতে চলেছে। পুণে পুলিশের দাবি দুর্ঘটনার দিন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কথা অবশেষে নাকি স্বীকার করেছেন সেই কিশোর। উল্লেখ্য মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই ব্যক্তিকে ধাক্কা মারে তাদের দামি পোর্শে গাড়ি। তাতেই মৃত্যু হয় দুই তরুণ ইঞ্জিনিয়রের। এরপর জানতে পারা যায় প্রভাব খাটিয়ে নাকি তাঁর রক্তের নমুনা বদলে ফেরা হয়েছিল ফরেন্সিক পরীক্ষার আগে, যাতে কোনওভাবে রক্তে মদ্যপানের প্রমান না মেলে। এরই মধ্যে হাসপাতালের দুই চিকিৎসক ধরা পড়েন এই ঘটনার জন্য। সুত্রের খবর, সেদিন গাড়ির পিছনে বসে থাকা কিশোরের বন্ধুরা প্রথমে অস্বীকার করলেও পরে সত্যি কথা স্বীকার করে নেন যে সেদিন মদ্যপ অবস্থাতেই গাড়ি চালাচ্ছিলেন সেই কিশোর, এরপর নাকি পুণে পুলিশের কাছে অভিযুক্ত কিশোর মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কথা স্বীকার করে নিয়েছে।