Published IPL sports schedule, CSK match schedule at a glance
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে অভিযান শুরু করেছে চেন্নাই সুপার কিংস। সকলেই অধীর আগ্রহে বসেছিলেন কবে বাংলার দল, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই। যদিও মন খারাপের খবর সকল ধজি ভক্তের জন্য, কারণ কলকাতায় আর হয়ত দেখা যাবে না ধোনির খেলা। নাইট রাইডার্স ও চেন্নাই, দুই দল দুটি আলাদা গ্রুপে থাকায় তারা একে অপরের বিপক্ষে একবারই মুখোমুখি হবে। আর সেই ম্যাচটি হবে চিপকে। অর্থাৎ ধোনিদের হোম গ্রাউন্ড। ফলে সম্ভবত শেষ বারের জন্য ইডেনে মাহির ব্যাটিং হয়ত আর দেখা যাবে না।
এক ঝলকে সিএসকের ক্রীড়া সূচি :-
২৬ মার্চ প্রতিপক্ষ গুজরাট টাইটানস
৩১ মার্চ প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটাল
৮ এপ্রিল চিপকে সুপার কিংসের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স
১৪ এপ্রিল সুপার কিংসের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ানস
১৯ এপ্রিলের প্রথম লেগে লখনউয়ের মুখোমুখি চেন্নাই
২৩ এপ্রিল ফের লখনউয়ের মুখোমুখি হবে চেন্নাই
২৮ এপ্রিলের ধোনিদের সামনে সানরাইজার্স হায়দরাবাদ
১ মে পাঞ্জাব কিংসের মুখোমুখি সিএসকে
৫ মে ধর্মশালায় ফের পাঞ্জাবের মুখোমুখি চেন্নাই
১০ মে আহমেদাবাদে গুজরাটের সামনে চেন্নাই
১২ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলবে ধোনির দল
১৮ মে বেঙ্গালুরুতে মুখোমুখি ধোনি – কোহলি, এটাই লীগের শেষ ম্যাচ