Rekha Patra once again faced the wrath of voters at her centre
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দেশখালিকাণ্ডের পর সেখানকার রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্র থেকে ভোটে প্রার্থী করেছে বিজেপি। সেখানকার অন্যতম আক্রান্ত হিসেবেই দাবি করা হয়েছিল। কিন্তু তাঁর নাম ঘোষণার পরই সন্দেশখালির একাংশের মধ্যেই অসন্তোষ দেখা গেছিল। যদিও পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ফোন করতেই, বদলে যায় চিত্রটা। কিন্তু নিজের কেন্দ্রেই ফের ভোটারদের রোষের মুখে পড়লেন রেখা পাত্র। বিজেপির হয়ে বসিরহাট কেন্দ্রের খড়িডাঙা নামক এক এলাকায় গেছিলেন রেখা পাত্র। তাঁদের এক আহত কর্মিকে দেখতে গিয়ে সেখানেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেন তিনি। এরপরই সেই গ্রামের তৃণমূল কর্মি এবং সমর্থকরা তাঁর ওপর চড়াও হতে চেষ্টা করে। তর্কাতর্কি হয়। শেষ পর্যন্ত তাঁকে লাঠি হাতে তাঁড়া করার অভিযোগ ওঠে। বিজেপির তরফে দাবি করা হয় চোট লেগেছে রেখার। তাঁকে গ্রামে ঢোকা আটকাতে গাছের গুড়ি ফেলেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।