CPIM workers protested around Siliguri Corporation Mayor Gautam Dev’s car, demanding that they do not get purified drinking water.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শিলিগুড়ি কর্পোরেশন এর মেয়র গৌতম দেবের গাড়ি ঘিরে বিক্ষোভ সিপিআইএম কর্মীদের। সেখানে পরিশ্রুত পানীয় জল পাওয়া যাচ্ছে না, এই দাবিতেই বিক্ষোভ দেখানো হল। আগেই সিলিগুড়ির মেয়র জানিয়েছিলেন ২ তারিখের পর জল নিয়ে পরিস্থিতি ঠিক হবে। আপাতত মহানন্দার জল সরবরাহ করা হলেও তাতে ব্যাপক দূষণ লক্ষ্য করায় স্থানীয়রা প্রশ্ন করেন। বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষও স্থানীয় মানুষের হয়ে ময়দানে নামেন। এরই মধ্যে গৌতম দেব জানান, যাতে মহানন্দার জল মানুষ না পান করে, ফলে পানীয় জলের লাইনে ব্যাপক ভীর পড়ে যায়। এই পরিস্থিতিতেই শঙ্কর ঘোষ দাবি করলেন, এতদিন ধরে মানুষকে বিষ খাইয়ে এসেছেন সিলিগুড়ির মেয়র, যা নিয়ে বেজায় চাপে গৌতম দেব। অবশ্য সিলিগুড়ির মেয়র জানিয়েছেন জলে অক্সিজেনের মাত্রা কম থাকায় সেই জল পান করতে নিষেধ করা হয়েছে। আসলে গাজল়োবা এলাকায় তিস্তা নদীর বাঁধের কাজ চলায়, তিস্তার জল আসছে না। তাতেই সমস্যা হয়। কিন্তু ২ তারিখের পর পরিস্থিতি ঠিক হওয়ার আশ্বাস দিয়েছেন গৌতম দেব।