Priyanka Gandhi claimed that Kerala CPIM is directly connected with BJP.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোট কি ভাঙনের পথে? সম্ভাবনা তেমনটাই। এতদিন কংগ্রেস এবং সিপিআইএম এক হয়ে করলেও কেরলের আসন থেকে রাহুল গান্ধীর নির্বাচনের লড়াই করার সিদ্ধান্তের পর থেকেই তার বিরুদ্ধে মাঝে মধ্যে অসন্তোষ দেখাচ্ছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়না। ওয়েনাড় থেকে রাহুলের দাঁড়ানো নিয়ে বারবার প্রশ্ন তুলছিলেন। এরই মধ্যে পিনারাই বিজয়নকেই সরাসরি টার্গেট করলেন প্রিয়াঙ্কা গান্ধী।
সরাসরি বিজেপির সঙ্গে কেরলে সিপিআইএমের যোগ রয়েছে বলে দাবি করেন প্রিয়াঙ্কা গান্ধী। কেরলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না, প্রশ্ন তুললেন প্রিয়াঙ্কা গান্ধী। বিজেপিকে কেরলের মুখ্যমন্ত্রী কখন আক্রমণ করে না, এর থেকেই পরিষ্কার যে তাদের মধ্যে বোঝাপড়া আছে বলে দাবি করেন প্রিয়াঙ্কা। তার প্রশ্ন হেমন্ত সোরেন, অরবিন্দ কেজিওয়ালদের জেলে ঢোকানো হলেও কেরলের দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে। কেরলে কংগ্রেসের সঙ্গে সিপিআইএমের সেভাবে জোট হয়নি, তাই সম্মুখ সমরে দুই ইন্ডিয়া জোট শরীক।