Prime Minister of Bangladesh threw a counter challenge to the BNP leaders
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের সুসম্পর্ক, সে কথা সকলেরই জানা। কয়েক মাস আগেই নির্বাচনে জিতে ফের মসনদে বসেছেন এযাবৎকালের বাংলাদেশের সব থেকে সফল প্রধানমন্ত্রী। যদিও এবারে নির্বাচন বয়কট করেছিল বিরোধী দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি। তাদের দাবি ছিল ভারতের সাহায্য নিয়েই নাকি ফের মসনদে বসেছেন হাসিনা। এরপরই ভারতীয় পন্য বর্জনের দাবি তোলে বিএনপির নেতারা। এবার তাদেরই পাল্টা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচনের ৩ মাস পর মুখ খুলে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিএনপি নেতাদের দিকেই। তাদের উদ্দ্যেশে শেখ হাসিনার জবাব, যে নেতারা বলছে ভারতীয় পণ্য বর্জন করুন, তাদের নিজেদের স্ত্রীদের কতগুলো ভারতীয় শাড়ি আছে সেটা আগে দেখে আসুক। বিরোধীদের সাহস থাকলে নেই শাড়ি জ্বালিয়ে দিক আগুনে। উল্লেখ্য, ভারতের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রেখে চলেন শেখ হাসিনা।