Record turnout in 2024 Lok Sabha elections in Srinagar, Prime Minister Narendra Modi thanked the people of Srinagar, Kashmir.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ৩৭০ ধারা বাতিল করার সুফল দীর্ঘদিন ধরেই দাবি করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতারা। লোকসভা ভোটের আবহে বারবারই উঠে এসেছে কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রসঙ্গ। যদিও এরই মধ্যে দেখা যাচ্ছে, চলতি বছরে লোকসভা নির্বাচনে সেখানে প্রচুর ভোট পড়েছে। সেই রিপোর্ট সামনে আসতেই ফের বিজেপির তরফে দাবি করা হচ্ছে, কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার প্রভাবের ইতিবাচক দিকগুলি। লোকসভার চতুর্থ দফায় কাশ্মীরের বিভিন্ন জায়গায় ভোট হয়। মোটের ওপর জা হয় শান্তিপূর্ণ ভাবেই। এর আগে অর্থাৎ ২০১৯ লোকসভা নির্বাচনে শ্রীনগরে ভোট পড়েছিল মাত্র ১৪ শতাংশ। তবে এবারের সেই ভোট ইতিমধ্যেই ছাপিয়ে গেছে দ্বিগুনের রেকর্ড। ২০২৪ লোকসভায় শ্রীনগরে ভোট পড়েছে রেকর্ড ৩৮ শতাংশ, যা এযাবতকালে তো বটেই , দীর্ঘ কয়েক দশকেও রেকর্ড। এই তথ্য সামনে আসতেই কাশ্মীরের শ্রীনগরবাসিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তিনি দাবি করেন ৩৭০ ধারা রদের ফলেই মানুষের মধ্যে ভয়ের আবহ কেটে গেছে। আম জনতার মধ্যে ভোটদানের উৎসাহ আরও অনেকটাই বেড়ে গেছে।