Prime Minister hails Rahul Gandhi from Uttarakhand meeting
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের নির্বাচনী সভা থেকে কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধীকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কদিন আগেই রাহুল গান্ধী বলেছিলেন, বিজেপি সরকার যদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তাহলে ভারতকে জ্বালিয়ে দেবে তারা। মূলত বিরোধী নেতাদের গ্রেফতারির প্রতিবাদ করতে গিয়েও একথা বলেছিলেন রাহুল। এরই পাল্টা দিলেন প্রধানমন্ত্রী। উত্তরাখণ্ডের সভা থেকে নরেন্দ্র মোদী তোপ দাগেন কংগ্রেসের বিরুদ্ধে। পাল্টা বলেন, “৭০ বছর কংগ্রেস দেশের সরকার চালানোর পর ১০ বছর ক্ষমতায় নেই। তাতেই বলছে ভারত নাকি জ্বলবে আমরা তৃতীয়বার সরকারে এলে। এটা কি গণতন্ত্রের ভাষা? কংগ্রেস ভারতকে সব সময়ই পিছনের দিকে নিয়ে যেতে চায়। তাই এখন মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। মানুষই জবাব দেবে”।যেভাবে কংগ্রেস নেতা ডিকে সুরেশ, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের বিভাজন নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাজেটের পর, তারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। দেশ ভাগের চক্রান্তকারীদের কংগ্রেস টিকিট দিয়েছে, পাল্টা দিলেন প্রধানমন্ত্রী।