The Prime Minister, standing by the mission, countered the Trinamool
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রামকৃষ্ণ মিশন নিয়ে একদিন আগেই মন্তব্য করতে শোনা গেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি অরাজনৈতিক সংস্থাকে বিজেপি ব্যবহার করছে, এক্ষেত্রে কিছু সাধু সন্তরা জড়িত বলেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে মনে করিয়ে দিয়েছিলেন, বাম জমানায় তাঁদের কষ্টের যখন শেষ ছিল না, তখন তিনিই সমর্থন দিতেন। এরই মধ্যে রবিবার পুরুলিয়ার সভা থেকে তাঁরই জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন। প্রধানমন্ত্রী বলেন, সংখ্যানঘু সম্প্রদায়কে খুশি করার উদ্দ্যেশেই মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করেছেন। যারা কখন বাংলার সংস্কৃতিকে সম্মান দেয় না, তাদের ভোটের মাধ্যমেই জবাব দিতে হবে। ওরা যাতে কখনও সাধু সন্নাসীদের বিরুদ্ধে এমন মন্তব্য আর করতে না পারে। উল্লেখ্য শনিবারই রামকৃষ্ণ মিশন, ভাতর সেবাশ্রম সংঘ এবং ইসকনের কয়েকজনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী।