At the end of the Seventeenth Lok Sabha Session Ramnam in the mouth of the the Prime Minister,storm arose with the sound of Jai Shriram.
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক :
সপ্তদশ লোকসভার অধিবেশনের শেষদিন ছিল শনিবার। অধিবেশনের অন্তিম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী সেখানে বিশেষ ভাষণে রামমন্দির প্রসঙ্গ তুললেন।শেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখতে উঠে বিরোধীদের কটাক্ষ করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আজ সংসদে রামমন্দির নিয়ে যে আলোচনা হয়েছে তা ভবিষ্যত প্রজন্মকে দেশের ঐতিহ্য, সাংবিধানিক কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল করে তুলবে।” এর পরই বিরোধীদের খোঁচা দেন প্রধানমন্ত্রী। বলেন, “কেউ কেউ এ বিষয়ে কথা বলার সাহস দেখান। কেউ কেউ আবার ময়দান ছেড়ে পালিয়ে যান।” তবে এদিনের আলোচনায় ‘সব কা সাথ, সব কা বিকাশে’র মন্ত্র ছিল বলেই মত প্রধানমন্ত্রীর।