Medicine prices are increasing from April 1
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ১ এপ্রিল থেকে ওষুধের দাম বাড়ছে। বেশ কিছু অতি প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, পেইনকিলার-সহ প্রায় ৮০০টি ওষুধের দাম বাড়তে চলেছে। এমনই জানাল জাতীয় ওষুধ মূল্য নির্ধারণকারী সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি (এনপিপিএ)। জরুরি ওষুধের তালিকায় থাকা ওষুধের দাম ০.০০৫৫ শতাংশ বাড়ছে। উল্লেখ্য, ২০২২ সালে ১০ শতাংশ বেড়েছিল। আর ২০২৩ সালে ওষুধের দাম ১২ শতাংশ বাড়ানো হয়েছিল।
২০২৪-২৫ অর্থবর্ষের শুরুতেই সেটার তুলনায় অনেকটাই কম বাড়ছে ওষুধের দাম সাম্প্রতিককালে দৈনন্দিন প্রয়োজনীয় ব্লাড সুগার, প্রেশার, জ্বরের ওষুধের দাম প্রায় ১৫ শতাংশ বেড়েছে । তারপর আবারও প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ার ফলে স্বাভাবিকভাবেই মধ্যবিত্তদের ক্ষোভ বাড়ছে।