Pressure on the Olympic organization by the Russian government
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: রুশ সরকারকে একহাত নিল বিশ্ব অলিম্পিক সংস্থা। এবারের অলিম্পিক্সে রাশিয়ার অ্যাথলিটদের অংশগ্রহনে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তারা অংশগ্রহন করতে পারবেন নিউট্রাল দেশের ব্যানারে। অর্থাৎ কেউই রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন না। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিজানের পর তাদের কোনঠাসা করতে বদ্ধপরিকর ছিল বিশ্বের বহু শক্তিধর দেশ। ফুটবল বিশ্বকাপ থেকেও তাদের সরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। তারপরই ফ্রেন্ডশিপ গেমস নামে অলিম্পিকের মতো এক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের তৎপরতা দেখায় রাশিয়া। সেই প্রতিযোগিতায় মুলত রাশিয়ার বন্ধু দেশগুলো অংশ গ্রহন করবে। এক্ষেত্রে সরকারি সরাসরি হস্তক্ষেপকে মেনে নিতে পারছে না আইওসি। তাই তারা রাশিয়ার বিপক্ষে অভিযোগ করেছে, যে রাশিয়ার সরকার স্পষ্টভাবেই ক্রীড়াক্ষেত্রে জড়িয়ে ফেলেছে। যা অনুচিত বলেই মত আইওসির।