President’s rule in Delhi within a few weeks?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দিল্লিতে শুরু হতে পারে রাষ্ট্রপতি শাসন। হঠাৎই এমন দাবি করে বসলেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির সেকেন্ড ইন কমেন্ট অতিসী মারলেনা। তার দাবি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পরই বিজেপি তার পদত্যাগ দাবি করেছিল। কিন্তু জেলের ভেতর থেকেই রাজ্য চালানোর কথা ঘোষণা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই মতো স্ত্রী সুমিতাকে দিয়েই কার্যত কাজ চালাচ্ছিলেন কেজরিওয়াল। কিন্তু এরই মধ্যে দিল্লির উপ রাজ্যপাল স্পষ্টতই জানিয়ে দেয়, দিনের পর দিন জেলের ভিতর থেকে সরকার চলতে পারে না। এছাড়া কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রাজ্য সরকারের বিভিন্ন অফিসারদের ট্রান্সফার এবং পোস্টিং এর ক্ষমতা করায়ক্ত করেছে, বলেও দাবি আপ নেত্রীর। এর ফলে বকলমে বিজেপিই সরকার পরিচালনার চেষ্টা করছে বলে দাবি করেছেন তিনি। এরই মধ্যে জল্পনা ছড়িয়েছে দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় ফের সিবিআই গ্রেফতার করতে পারে অরবিন্দ কেজরিওয়ালকে। সেক্ষেত্রে দীর্ঘদিন জেলের ভিতর থেকে সরকার চালাতে চাইলে, তখন রাজ্যপাল পদক্ষেপ করতেই পারে। কারণ মুখ্যমন্ত্রীর অফিসে সরাসরি কাজে বিঘ্ন ঘটতে পারে। আপাতত না করলেও এমন পরিস্থিতি যে আগামী দিনে আসতেই পারে তা বলা যায়। এদিকে ১৬ই এপ্রিল ফের আদালতে জামিনের আবেদন জানাতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল।