Prashant Kishor gave a vote strategy message to Rahul Gandhi
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: টানা তৃতীয়বার কংগ্রেসের প্রধান মুখ হিসেবে লোকসভা নির্বাচনের ময়দানে রাহুল গান্ধী। ২০১৪ সালের আগে সোনিয়া গান্ধী, প্রণব মুখোপাধ্যায়সহ বহু প্রবীন নেতাই ছিলেন কংগ্রেসের মূল মুখ হিসেবে। তবে ২০১৪ সালের পর থেকে পর মোদীর বিরোধী হাওয়ার একমাত্র লড়াইয়ের নামই রাহুল গান্ধী। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের জিতে কেন্দ্রে সরকার গঠন করা কতটা কঠিন কাজ, তা কংগ্রেস নেতারা ভালো করেই জানান। এরই মধ্যে রাহুল গান্ধীর উদ্দেশ্যে ভোট কৌশলী প্রশান্ত কিশোর বার্তা দিলেন। স্পষ্ট তিনি বললেন যদি আসন্ন লোকসভা ভোটে কংগ্রেস দল শেষ ১০ বছরের তুলনায় পারফরম্যান্স ভালো করতে না পারে, সেক্ষেত্রে কিছুদিনের জন্য হলেও বিশ্রামে যাওয়া উচিত রাহুল গান্ধীর। কারণ দশ বছর ধরে টানা ব্যর্থতার পরও যদি নিজের পদ আগলে বসে থাকেন রাহুল গান্ধী , সেক্ষেত্রে দলের মধ্যেই তৈরি হতে পারে ক্ষোভ। রাহুল গান্ধীর বাবা, রাজীব গান্ধীর মৃত্যুর পর সোনিয়া গান্ধীও নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নিয়েছিলেন। দায়িত্ব দিয়েছিলেন পিভি নরসিংহ রাওকে। সেই কথাও মনে করিয়ে দিয়ে রাহুল গান্ধীকে এমনই পরামর্শ দিলেন প্রশান্ত কিশোর। উল্লেখ্য এবারে ব কেরলের ওয়েনার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই তাদের জোট শরীক সিপিআইএম এই কেন্দ্র থেকে রাহুলের লড়াই করা নিয়ে প্রশ্ন তুলেছে।