Attempt to destroy evidence, police custody of parents of accused in Pune Porsche incident
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পুণে পোর্শেকাণ্ডে কিশোরের মা – বাবার পুলিশি হেফাজত দিল আদালত। ৫জুন পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। গত মাসের ১৭ তারিখ পুণেতে পোর্শে গাড়ির ধাক্কা মৃত্যু হয় দুই তথ্য প্রযুক্তি কর্মীর। এর আগে অভিযোগ উঠেছিল, কিশোরের পরিবারের তরফ থেকে গাড়ির চালককে দায় নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। কিশোর মা নাকি রক্তের নমুনা ঘুষ দিয়ে বদলে দিতে বলে চিকিৎসকরদের, এরই মধ্যে কিশোরের মা বাবাকেও গ্রেফতার করা হয়। এবার জানা যাচ্ছে, সেই কিশোর নাকি স্বীকার করে নিয়েছেন সেদিন রাতের কথা তাঁর কিছুই মনে নেই, অত্যাধিক মদ খাওয়ার কারণে। এদিকে অভিযুক্তের আইনজীবীর তরফে দাবি করা হয় আদালতে, যেহেতু জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে, তাই কিশোরের মা বাবাকে যাতে পুলিশি হেফাজত না দেওয়া হয়, যদিও আদালত পুলিশ হেফাজতেই পাঠায় তাঁদের।