Poonam Pandey is alive – spread fake news of death herself, Poonam apologized in a video message
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সার্ভিক্যাল ক্যানসারে মৃত্যু হয়েছে মডেল ও অভিনেত্রী পুনম পান্ডের। শুক্রবার এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ৩২ বছরের অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যু ঘিরে দানা বাঁধে রহস্য। অবশেষে সেই সব রহস্যের পর্দা সরিয়ে তিনি নিজেই জবাব দেন। তিনি বেঁচে আছেন,- ভিডিয়ো বার্তায় জানালেন পুনম পান্ডে। মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছিলেন নিজেই। মৃত্যুর ভুয়ো খবর ছড়ানোর কারণও বলেন।
ভিডিয়ো বার্তায় পুনম বলেন, তাঁর এইধরণের খবর ছড়ানোর জন্য তিনি নিজে ক্ষমাপ্রার্থী। কিন্তু তার উদ্দেশ্য ছিল সকলকে সচেতন করার, কারণ আমরা সার্ভিক্যাল ক্যানসার নিয়ে সচেতন নই। সেই কারণেই আমি মৃত্যুর মিথ্যে নাটক করেছি। সার্ভিক্যাল ক্যানসার নিয়ে আলোচনা প্রয়োজন। আমি গর্বিত আমার মৃত্যুর ভুয়ো খবর সেটা করে দেখাল। উত্তরপ্রদেশের কানপুরের মেয়ে পুনম। সোশ্যাল মিডিয়ায় সাহসী পোস্টের জন্য তিনি পরিচিত।