50.96 percent voting in these three constituencies of Alipurduar, Jalpaiguri and Cooch Behar in West Bengal till 1 pm.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রথম দফায় ২১ রাজ্যের ১০২ আসনে ভোটগ্রহণ চলছে। দুপুর ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার— এই তিন আসনে ভোট পড়েছে ৫০.৯৬ শতাংশ। নির্বাচন কমিশন এর তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ে- কোচবিহারে ভোটের হার ৫০.৬৯ শতাংশ। আলিপুরদুয়ারে ৫১.৫৮ শতাংশ এবং জলপাইগুড়িতে ৫০.৬৫ শতাংশ।বেলা এগারোটা পর্যন্ত রাজ্যের তিন কেন্দ্রে ৩৩.৫৬ শতাংশ ভোট পড়েছিল।
বহু ভোটকেন্দ্রেই চোখে পড়ছে দীর্ঘ সারি। শুক্রবারই বুথ কার্যালয়ে বসে হৃদরোগে প্রয়াত হয়েছেন সিপিআই(এম)’র সদস্য প্রদীপ দাস। জলপাইগুড়ির ধুপগুড়ির পূর্ব মাগুর মারির পার্টি কর্মী তিনি। বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের বুথ কার্যালয়ে বসে হৃদরোগে আক্রান্ত হন কমরেড প্রদীপ দাস।