Several political campaign programs on Sunday have been canceled due to Cyclone Remal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আগামী ১ জুন রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রে শেষ দফার নির্বাচন। তার আগে শাসক-বিরোধী সবদলই রাজনৈতিক প্রচারে ব্যস্ত। শেষ রবিবারকে সকলেই প্রচারের কাজে লাগাতে চেয়েছিলেন। কিন্তু বাধা হয়ে দাঁড়াল ঘূর্ণিঝড়। খারাপ আবহাওয়ার কারণে রবিবাসরীয় একাধিক রাজনৈতিক প্রচার কর্মসূচি বাতিল করা হয়েছে।
মথুরাপুর লোকসভা কেন্দ্রে তিনটি জনসভা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিজেপি সূত্রে জানানো হয়, বাতিল করা হয়েছে। বিজেপির সুকান্ত মজুমদারের এদিনের সন্দেশখালির সভাও বাতিল করা হয়।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি ছিল সেগুলো বাতিল হয়। জয়নগর লোকসভা কেন্দ্রের গোসাবা বিধানসভায়, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেটিয়াবুরুজে এই প্রচার কর্মসূচি বাতিল হয়।