Sandeshkhali affected police constable Sandeep head surgery, admitted to ICU
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দেশখালিতে আক্রান্ত হয় পুলিশ কনস্টেবল সন্দীপ মণ্ডল। তাঁর মাথায় আঘাত লাগে। তাই কলকাতার এক বেসরকারি হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এখন অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই কনস্টেবলের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। সেটা বার করা হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই। অস্ত্রোপচারে পর আইসিইউ-তে রাখা হয়েছে সন্দীপকে। আগামী তিন-চার দিন তাঁকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকেরা
প্রসঙ্গত, গত সোমবার রাতে আবারও উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। স্থানীয় সূত্রে খবর, রাত ১১টার পরে শীতলিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে পড়েন জনা কয়েক দুষ্কৃতী। পুলিশকর্মীদের মারধর করে তাঁরা। কনস্টেবল সন্দীপকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয় সন্দীপ। এই অবস্থায় সন্দীপকে প্রথমে সন্দেশখালির খুলনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দীপের মাথায় গুরুতর আঘাত লাগে। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। এর পরেই চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করে পুলিশ।