Narendra Modi is contesting from Varanasi, May 13 Roadshow, May 14 Nomination by Prime Minister
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: গত দু বছরের মত এবছরও বারাণসী থেকেই লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কেন্দ্রে গত দুবার বিপুল সংখ্যরিষ্ঠতা পেয়ে লোকসভায় এসেছিলেন। প্রধানমন্ত্রিত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে। সেই কেন্দ্র থেকে আগামী ১৪ মে মনোনয়ন জমা দিতে চলেছেন প্রধানমন্ত্রী। তার কেন্দ্রে ভোট একদম শেষ পর্যায়ে। উত্তর প্রদেশের এই কেন্দ্রে ১ জুন নির্বাচন শেষ দফায়। তার আগে ১৪ মে মনোনয়ন জমা দেবেন তিনি। এর আগের দিনই নিজের কেন্দ্রে প্রচার সারবেন তিনি। বর্তমানে নিজের থেকে বেশি বাকিদের প্রচার চালাতে ব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী। অবশ্য তিনি নিজেও জানেন, তার নিজের জন্য নতুন করে প্রচারের কিছুই নেই। বরং অভিভাবকের মতোই তার কাধে রয়েছে বাকিদের জেতানোর গুরুদায়িত্ব। ১৩ মে উত্তর প্রদেশে নিজের রোড শোয়ের মধ্যে দিয়েই সে রাজ্যের অন্য প্রার্থীদের হয়েও প্রচারের কাজ একবারেই সেরে ফেলবেন নরেন্দ্র মোদী।