I will not commit the sin of changing the constitution, said the Prime Minister
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আবকি বার, ৪০০ পার। বিজেপির নতুন স্লোগান ঝড় তুলেছে। এই মূহূর্তে বাকি বিরোধী দলগুলোর যা অবস্থা তাতে এটা অবিশ্বাস্য ব্যাপার মোটেই নয়। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি সত্যি যদি লোকসভায় ৪০০ আসন পায় বিজেপি, তাহলে মাটিতে পা থাকবে নরেন্দ্র মোদীর দলের, এই প্রশ্ন উঠছে। এই নিয়ে কংগ্রেস বারবারই দাবী করেছেন বিজেপির টার্গেট ৪০০ আসন, কারণ তাঁরা এত আসল পেলে নিজেদের ক্ষমতা কাজে লাগিয়ে দেশের সংবিধান বদল করে দেবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষমতা বলতে কিছুই থাকবে বা। এরই মধ্যে প্রধানমন্ত্রী পাল্টা জানিয়ে দিলেন, সংবিধান বদল করার কোনও পরিকল্পনাই তাঁদের নেই। তিনি বেঁচে থাকতে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চলতে দেবেন না বলে জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, যদি চাইতেন তাহলে অনেক আগেই সংবিধান বদল করতে পারতেন, কিন্তু তাঁরা সেই কাজ কোনওদিনই করতে চান না।