Prime Minister Narendra Modi once again raised the tone against the leaders of the India Alliance.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোটের নেতাদের বিরুদ্ধে ফের সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যঙ্গ করেই তিনি বললেন, ইন্ডিয়া জোটের নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কাড়াকাড়ি চলবে, কদিন পরই শুরু হবে মিউজিক্যাল চেয়ার, এমনই দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি কোনও পার্টি এবারের লোকসভায় বিজেপির বিরুদ্ধে লড়ছে না, বরং কয়েকটি পরিবার মিলে এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ছেন পরিবারবাদ বাঁঁচিয়ে রাখার জন্য। এর আগে গান্ধী পরিবারকে এই নিয়ে বারংবার তোপ দাগলেও এবারই সব বিরোধী দলের বিরুদ্ধেই একযোগে এরকম আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। পাটলিপুত্রের এক জনসভা থেকে তিনি বলেন, ইন্ডিয়া জোটের শরীক দলের নেতাদের ছেলে মেয়েরা প্রধানমন্ত্রী পদ নিয়ে ছেলে খেলা করতে চাইছে, এক্ষেত্রে দেশের সেবার করার ইচ্ছা কারোরই নেই। শুধুই পরিবারতন্ত্রকে বাঁচিয়ে রাখতে বিরোধী দলগুলি এমন কাজ করছেন