Narendra Modi blasts Congress from Uttar Pradesh assembly
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট আসতেই শুরু হয়েছে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে ভোট চাওয়ার পালা। কংগ্রেসের ইস্তেহারকে কদিন আগেই পাকিস্তানের ইস্তেহার বলে মজা উরিয়েছিল বিজেপি। এবার কংগ্রেস ও সমাজবাদী পার্টির বিরুদ্ধে উত্তর প্রদেশের সভা থেকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংখ্যালঘুদের তোষণের বারবার অভিযোগ তোলেন বিজেপির নেতারা সমাজবাদী পার্টি ও কংগ্রেসের বিপক্ষে। অথচ সভা থেকে প্রধানমন্ত্রী দাবি করলেন আসলে তাদের জন্য কিছুই করেনি কংগ্রেস ও সমাজবাদী পার্টি।হাথরাস ও আলীগড়ে বিজেপির প্রার্থীদের হয়ে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংখ্যালঘুদের অর্থনৈতিক বা সামাজিকভাবে উন্নতি করার কথা কখনই ভাবেনি কংগ্রেস ও সমাজবাদী পার্টি। সব সময় ওদের শোষণ করে গেছে। কিন্তু বিজেপি কিছু করতে গেলেই ওদের অসুবিধা হয়। তিন তালাকের জন্য কত মহিলার জীবন নষ্ট হয়ে যেত, চিন্তা থাকত তাদের পরিবার। সেই নিয়ম বিজেপির এসে তুলে দেওয়ায় কত মেয়ের জীবন বেছে বেছে।