Modi said that Dilip’s contribution behind the success of Bengal BJP is undeniable
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দিলীপ ঘোষের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মেদিনীপুরের সভা থেকে বিদায়ী সাংসদের ভূয়সি প্রশংসা করেন প্রধানমন্ত্রী। গতবার এই আসন থেকেই জিতেছিলেন দিলীপ ঘোষ। বাংলার বিজেপির সাফল্যের পিছনে তাঁর অবদান অনস্বীকার্য, অথচ সেই দিলীপকেই এবার লড়তে হয়েছে নিজের চেনা পরিধির বাইরে, অর্থাৎ তাঁকে এবারে বর্ধমান দুর্গাপুর থেকে লড়াইয়ের টিকিট দিয়েছে বিজেপি, যা নিয়ে একটা চাপা অসন্তোষ রয়েছে দিলীপ ঘনিষ্ঠদের মধ্যে। এখানে অগ্নিমিত্রা পালের হয়ে রবিবার প্রচার করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিজেপিতে আমি বহুদিন ধরে দেখছি দিলীপ ঘোষকে। ওনার স্বভাবে রয়েছেন পরিশ্রম করা, সারাক্ষণ দৌড়ঝাপ করেন। পার্টি সভাপতি হিসেবে দলের মঙ্গলের জন্য দিনরাত দৌড়াদৌড়ি করেছেন। এর আগে বর্ধমান দুর্গারপুর কেন্দ্রে তাঁর হয়ে প্রচারে গেছিলেন নরেন্দ্র মোদী।