Narendra Modi voted in Lok Sabha elections in Ahmedabad
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকালে আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটদানের পর, মানুষকে ভোটদানে উৎসাহ দিতে তাঁর আঙুলে ভোটের কালি দেখান প্রধানমন্ত্রী। একইসঙ্গে সকল দেশবাসীকে ভোটদানের আহ্বান জানান তিনি।
সকাল সাড়ে সাতটার একটু পরে ভোট কেন্দ্রে পৌঁছন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমনের অনেক আগেই ওই স্কুলে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গান্ধীনগরে তিনিই বিজেপির প্রার্থী। ভোটকেন্দ্রের অনেক আগেই গাড়ি থেকে নেমে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে উত্তরীয় দিয়ে বরণ করে নেন অমিত শাহ।
নির্বাচনী ব্যস্ততার মধ্যেও, আহমেদাবাদে এসে ভক্ত-সমর্থকদের সঙ্গে এদিন অনেকটা সময় কাটান প্রধানমন্ত্রী। নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়েই উপস্থিত জনতার সঙ্গে মিশে যেতে দেখা যায় তাঁকে। একাধিক শিশুকে কোলে তুলে নিয়ে আদর করেন মোদী। এরই মধ্যে, এক প্রৌঢ়াকে দেখা যায়, নরেন্দ্র মোদীর হাতে রাখি বেঁধে দিতে।