Ahead of the Lok Sabha elections, petrol-diesel prices fell by Rs 2
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:-লোকসভা নির্বাচনের আগে এক ধাক্কায় ২ টাকা কমে গেল পেট্রল-ডিজেলের দাম। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, দাম কমতে চলেছে পেট্রল-ডিজেলের। শুক্রবার থেকেই দাম নিম্নমুখী।
নরেন্দ্র মোদীর আমলে প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দামে রেকর্ড তৈরি হয়েছে। পেট্রোলের পাশাপাশি ডিজেলের দামও লিটারপিছু ১০০ টাকা ছাড়িয়েছে। তবে গত সাত মাস অপরিবর্তিত ছিল পেট্রোল ও ডিজেলের দাম।এদিন কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটারপিছু ১০৬ টাকা ৩ পয়সা। ২টাকার এই হ্রাসকে জনগণের পক্ষে স্বস্তি বলে প্রচার করা হচ্ছে। আগামীকাল থেকে নির্বাচনের সূচী ঘোষনা হবে। ভোটের দিন ঘোষণা হয়ে গেলে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। তখন আর কোনও সরকার এরকম জনমুখী সিদ্ধান্ত নিতে পারবে না। তাই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে পেট্রোল ডিজেলের দাম কমিয়েও আম জনতার মন জয়ের চেষ্টায় নরেন্দ্র মোদীর সরকার৷