Partha Chatterjee opens his mouth against Kunal Ghosh
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কুণাল ঘোষ এখন তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে চক্ষুশূল হয়ে গেছেন। কিন্তু কেউ সরাসরি তাঁর বিরুদ্ধে কিছু বলতেও পারছেন না, কারণ কুণালও দলের বিভিন্ন নেতাদের বিষয় এমন অনেক কিছুই জানে, যা নিয়ে মুখ খুলে দিলে লোক সমাজে তাঁদেরও নাম খারাপ হতে পারে। এই পরিস্থিতি এবার কুণাল ঘোষের বিরুদ্ধে আর কেউ বা মুখ খুলতে পারতেন, বরাবরই তাঁকে অপছন্দ করা পার্থ চট্টোপাধ্যায় মুখ খুললেন কুণালের বিরুদ্ধে। কদিন আগেই তাঁকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, দলের এক সময়ের নেতা তাপস রায়ের নামে প্রশংসা করেছিলেন তিনি, যেই তাপস এবারে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। এবার কুণাল ঘোষকে নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বললেন, বিরোধীদের থেকে বেশি কুণাল ঘোষ তৃণমূলের বেশি ক্ষতি করে গেছে। তিনি দাবি করেন, এটা প্রথমবার বলছেন না। এর আগে বাইরে থাকতেও একই কথা তিনি বলতেন বলে জানান পার্থ চট্টোপাধ্যায়। আদালতে হাজিরা দিতে এসে কুণাল ঘোষের সম্পর্কে একথা বলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।