Devastating fire at Park Street restaurant, 15 fire engines at the scene
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সাতসকালে পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ড। জানা গেছে অ্যালেন পার্কের উল্টোদিকে পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে পার্ক সেন্টার নামে একটি বহুতল রয়েছে। আগুন লেগেছে পার্ক সেন্টারের উপরেই। খবর পেতেই একে একে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ১৫টি ইঞ্জিন। অবশ্য দমকল আসার আগেই আগুন অনেকটা ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।
প্রাথমিক সূত্রে খবর, পার্ক সেন্টারের উপরের তলায় একটি নাইটক্লাব এবং রেস্তরাঁ রয়েছে। রয়েছে আরও কিছু দোকানপাট। অনুমান, ওই রেস্তরাঁতেই আগুন লেগেছে। রেস্তরাঁর উপরে যে অ্যাসবেস্টসের ছাদ রয়েছে, সেই ছাদে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে রেস্তরাঁর অস্থায়ী ছাদ ভেঙে নীচে পড়ছে ক্রমাগত।
প্রথমেই ওই বহুতলে থাকা অফিসের কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদে। যে রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে রাখা গ্যাস সিলিন্ডার সরিয়ে নিয়ে যাওয়া হয়। জল ও ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকল কর্মীরা। আটকে দেওয়া হয় রাস্তা।অগ্নিকাণ্ডের পর এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল।ঘটনাস্থলে আসে পাঁচটি থানার পুলিশ। আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। জানা গেছে আগুন লাগে সকাল দশটা নাগাদ। তবে এখনও পুরোপুরি পরিস্থিতি আয়ত্তে নয়। চলছে কাজ। কী থেকে এই অগ্নিকাণ্ড তা-ও এখনও স্পষ্ট নয়। তবে এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।