A new foreign footballer Pantich has arrived in East Bengal
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : নতুন বিদেশী সই করাল ইস্টবেঙ্গল। চোটের জন্য ছিটকে গেছেন স্প্যানিশ ডিফেন্ডার জুয়ান পার্দো। সুপার কাপ জয়ের পিছনে যথেষ্ট অবদান ছিল এই স্প্যানিশ ফুটবলারের। কিন্তু চোটের জন্য এর মধ্যে আর তার মাঠে নামা হত না। পরিবর্ত ফুটবলার হিসেবে সার্বিয়ার অ্যালেক্সান্ডার প্যান্টিচকে সই করালো লালহলুদ। সার্বিয়ান যুব দলে খেলেছেন এই ডিফেন্ডার। পোর্টফোলিও বলছেন ইউরোপের বড় ক্লাব দিনামো কিয়েভ, রেডস্টার বেলগ্রেড, ভিয়ারিয়ালের মতো দলে খেলেছেন প্যান্টিচ। আগে থেকেই তাকে চেনে কার্লেস কুয়াদ্রাত। ফলে কোচের চেনা বিদেশী হওয়ায় স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। এছাড়া খেলার মধ্যেই রয়েছেন 31 বছর বয়সি ডিফেন্ডার। পারদো চলে যাওয়ায় খেলার ক্ষেত্রে একটু হলেও যে সমস্যা হবে লাল হলুদে তা বলাই বাহুল্য। কারণ পার্দো ব্লকারের ভূমিকাতেও খেলতে পারতেন, কিন্তু প্যান্টিচ সেটা পারেন কিনা সেটা দেখতে হবে। কারণ জোড়া ডিফেন্ডার হিসেবে হিজাজি এবং সার্বিয়ান প্যানটিচকে খেলানো হলে আর মাত্র দুই বিদেশিকেই মাঠে নামাতে পারবেন কুয়াদ্রাত। এখন দেখার নতুন বিদেশী এসে কত দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে পারেন।