December 12, 2024 1:53 pm

২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 12, 2024 1:53 pm

২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Pantich joined Eastbengal : লালহলুদে যোগ দিলেন প্যান্টিচ, খেলতে পারেন জামশেদপুরের বিপক্ষেও

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#Footballer# #Pantich# #joined# #Eastbengal

Pantich joined Eastbengal, can play against Jamshedpur as well

দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার জামশেদপুর ম্যাচের আগেই ইস্টবেঙ্গলে চলে এলেন সার্বিয়ার ডিফেন্ডার অ্যালেক্সান্ডার প্যান্টিচ। দীর্ঘদেহী ডিফেন্ডার লালহলুদে যোগ দিয়েছেন ডিনামো কিয়েভ, ভিয়ারিলায়ের মতো দলে খেলার অভিজ্ঞতা নিয়ে। মেসি, নেইমারদের বিপক্ষে খেলা প্যান্টিচ জামশেদপুর ম্যাচের আগে যোগ দেওয়ায় লালহলুদ শিবির অনেকটাই অক্সিজেন পেয়ে গেল। পার্দোর জায়গায় এলেন ৩২ বছর বয়সি এই ডিফেন্ডার। তার যা ডিফেন্সিভ স্কিল আছে, তাতে তিনি দাড়িয়ে গেলে দলের সুপার সিক্সে ওঠা খুব একটা সমস্যা হবে না। যেটুকু জানা যাচ্ছে ফিট রয়েছেন প্যান্টিচ। জামশেদপুরের বিপক্ষে ভিক্টরকে মাঝে রেখে ওপরে ক্লেইটনকে খেলানো হবে, তা নিশ্চিত। ডিফেন্সে মাহেরের থেকে একটু ওপরে তাকে খেলিয়ে দেখে নিতে পারেন কুয়াদ্রাত। সেক্ষেত্রে ডিফেন্সিভ স্কিলের পাশাপাশি তার ব্লকিং স্কিলও দেখে নিতে পারবেন স্প্যানিশ কোচ। কারণ পার্দোর মতো বল ব্লকিং এবং পাসিংয়ের একটা লোকের অত্যন্ত প্রয়োজন লালহলুদে আক্রমনে ক্লেইটন একাই একশ। অন্তত গোলটা তিনি করে দিচ্ছে ৩-৪ টে চান্স পেলেই। সেই লিড ধরে রাখাই তাই আপাতত সব থেকে বড় কাজ লালহলুদের। সেকথা মাথায় রেখেই জামশেদপুর ম্যাচে প্যান্টিচকে খেলিয়ে দেখে নিতে পারেন কুয়াদ্রাত। জেট ল্যাগ কাটিয়ে না উঠলে শুরুতে আক্রমনে ব্রাউনকে দিয়ে শুরু করে, গোল পেয়ে গেলে নামানো হতে পারে সার্বিয়ান এই ডিফেন্ডারকে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top