Late legendary musician Pankaj Udas
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সোমবার দিল্লিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনীত অসুস্থতায় ভুগছিলেন শিল্পী। শিল্পীর মৃত্যুর খবর তাঁর পরিবারের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। পরিবারের তরফে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পঙ্কজ উদাসের মৃত্যু সংবাদ জানানো হয়। বলা হয়েছে, ‘অত্যন্ত ভারী মনের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস প্রয়াত হয়েছেন, ২৬শে ফেব্রুয়ারি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন’। ভারতীয় সঙ্গীতের জগতে আরও একটি নক্ষত্রপতন। বহু হিন্দি সিনেমায় হিট হিট গান দিয়েছেন তিনি। তাঁর সঙ্গীত জীবনের বিস্তার চার দশকেরও বেশি সময় দিয়েছেন তিনি। হিন্দি সিনেমা এবং ইন্ডি-পপের জগতে তাঁর অবদান ভোলার নয়। লাইভ অনুষ্ঠান হোক বা অ্যালবাম কিংবা ছবির গান, আশি ও নব্বইয়ের দশকে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। পাশাপাশি গজল সঙ্গীতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ছিলেন পঙ্কজ উদাস। সঙ্গীতপ্রেমীদের কাছে ‘গজল কিং’ ছিলেন ও থাকবেন পঙ্কজ উদাস।