Alleged rigging in Pakistan’s election!
Who is on the bill? Imran or Nawaz Sharif?
বিদেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
Last update news…
Imran Khan’s Pakistan Tehreek-e-Insaf won 50 seats.
Nawaz Sharif’s party Pakistan Muslim League-Nawaz came second with 31 seats
শেষ পাওয়া খবর…
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ -৫০টি আসনে জয় পেয়েছেন।
নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ৩১ আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন
শুক্রবার দুপুর পাকিস্থানের নির্বাচনে ঘোষিত ফলে দেখা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ -সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৫০টি আসনে জয় পেয়েছেন।
৩১ আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ। আর পাকিস্তান পিপলস পার্টির প্রার্থীরা ২৮টি আসনে জয় পেয়েছেন।
পাকিস্তানে ভোটার সংখ্যা ১২৮ মিলিয়ন। বৃহস্পতিবার ভোটের দিন সারা দেশে মোবাইল ও ইন্টারনেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বেশ কয়েকটি বিক্ষিপ্ত রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে। খাইবার পাখতুনখোয়াতে ভয়াবহ হামলার ঘটনাও ঘটে।
পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে তিনটি আসনের একটিতে হেরে গেছেন পাকিস্তান পিপল’স পার্টির নেতা ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। লাহোরের এন-১২৭ আসনে পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রার্থী আতাউল্লাহ তারারের কাছে পরাজিত হয়েছেন বিলাওয়াল। বেসরকারি ফলাফল অনুযায়ী, তারার ভোট পেয়েছেন ৯৮ হাজার ২১০।অন্যদিকে বিলাওয়াল পেয়েছেন ১৫ হাজার ৫টি।
তরুণ এই নেতার পরাজয়ের পর ভোট কারচুপির অভিযোগ তুলেছেন পিপিপির সিনিয়র নেত্রী সিনেটর শেরি রেহমান।
জাতীয় পরিষদ নির্বাচনে ৩৫ বছর বয়সী বিলাওয়াল তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দুটি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। কাম্বার শাহদাদকোট-১ এর ১৯৪ নম্বর আসনে ১ লাখ ৩১ হাজার ২১৭ ভোট পেয়ে জিতেছেন বিলাওয়াল।তার প্রতিদ্বন্দ্বী রাশিদ সোমারো পেয়েছেন ৩৪ হাজার ৫৭২ ভোট। আর লারকানার ১৯৬ আসনে পিপিপিপ্রধান পেয়েছেন ৮৫ হাজার ৩৭০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে উলামায়ে ইসলামের প্রার্থী মেহমুদ সোমারো পেয়েছেন ৩৪ হাজার ৪৯৯ ভোট।