PAC Chairman BJP MLA Suman Kanjilal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নতুন দায়িত্বে বিধায়ক সুমন কাঞ্জিলাল। এবার বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন বিজেপির টিকিটে নির্বাচিত এই বিধায়ক। সব থেকে অবাক বিষয় হল, শেষ তিন চেয়ারম্যানই বিজেপির, কিন্তু তারা প্রত্যেকেই যোগ দিয়েছেন তৃণমূলের। স্বচ্ছতা রাখতে, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে অনেক সময় রাখা হয় বিরোধী দলের বিধায়কদের। এবারেও বিজেপির চেয়েছিল সেই পদ। তৃণমূলের সরকারের থেকে তাদের দাবি মেনে এমন স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে যার জন্য বেজায় বিরক্ত তারা। প্রথমে রানাঘাট দক্ষিণ থেকে বিজেপির টিকিটে জিতে আশা মুকুল রায়কে এই পদে আনা হয়, তিনি ততদিনে তৃণমূলে যোগ দিলেও বিধায়ক পদ ছাড়েননি। এরপর রায়গঞ্জের কৃষ্ণ কল্যানিকে এই পদে আনা হয়, তিনিও বিজেপির টিকিটে জেতা বিধায়ক পদ না ছেড়েই তৃণমূলে যোগ দেন। কিন্তু বর্তমানে রায়গঞ্জে লোকসভার প্রার্থী তিনি। ফলে তার পক্ষে এই কাজ সামলানো কঠিন। আর তৃণমূলের আশা এই কেন্দ্রে জিতবেন কৃষ্ণ কল্যাণী। তাই এবার আলুলুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়াম্যান করা হল।