Prime Minister Narendra Modi meditates before the last phase of Lok Sabha polls.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের শেষ দফার আগেই ধ্যান মগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই জানা গেছিল তিনি লোকসভা ভোটের শেষ দফার আগে ধ্যান করবেন। সেই মতো বৃহস্পতিবার থেকেই ধ্যানে বসলেন তিনি। প্রায় দুদিন ধরে কন্যাকুমারিতে ধ্যানে মগ্ন থাকবেন ভারতীয় প্রধানমন্ত্রী। কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল আশ্রমে ধ্যান করবেন তিনি, তাঁর আগে পুজো দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। ভগবতি আম্মান মন্দীরে পুজো দেন তিনি। এরপর সাদা পোষাকে ধ্যানে মগ্ন হওয়ার আগে দেখা যায় তাঁকে। যদিও বিরোধীরা তাঁর এই কাজকেও সাইলেন্ট পিরিয়ডে ভোটের প্রচার হিসেবেই দাবি করেছিলেন। কয়েক দিন আগে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছিলেন, তিনি কমিশনে অভিযোগ জানাবেন প্রধানমন্ত্রী বিরুদ্ধে। কংগ্রেসও দাবি করেছিল এই পন্থা অবলম্বন করে মৌন প্রচার করছেন প্রধানমন্ত্রী, যদিও নিজের কাজে দৃঢ়প্রতিজ্ঞ থাকলেন প্রধানমন্ত্রী।