The prime minister does not obey the rules, the opposition complains to the commission
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দিল্লিতে নির্বাচন কমিশনে দেখা করল বিরোধী দলের নেতারা। মূল অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচন বিধি মানছেন না, তাই নির্বাচন কমিশন ব্যবস্থা নিক। একই সঙ্গে শুক্রবার তাঁরা দাবি করেছেন, যাতে দ্রুত নির্বাচনের হার প্রকাশ করা হয়। ধর্মের নামে বিজেপি ঘৃণা তৈরি করে মানুষের মধ্যে ভাগাভাগির চেষ্টা করছে। সেই কাজ করছেন নাকি স্বয়ং প্রধানমন্ত্রী, কমিশনে এই অভিযোগ জানাল বিরোধীরা। তাঁদের বক্তব্য বদল করে ধর্মের নামে ভোট চাইছেন নরেন্দ্র মোদী, দাবি করেছেন তাঁরা। সেই দলে তৃণমূল কংগ্রেসের তরফে ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। কংগ্রেসের দাবি, তাঁদের প্রকাশ করা ইস্তেহারের সঙ্গে মুসলিম লিগের মিল রয়েছে বলে নরেন্দ্র মোদী কটাক্ষ করেছিলেন। এরপর মঙ্গলসূত্র কেড়ে নিতে চাইছে কংগ্রেস, এমন মন্তব্য শোনা গেছে তাঁর মুখে, যার মাধ্যমে আদর্শ নির্বাচন বিধি ভঙ্গ হয়েছে। অথচ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েও কাজ হয়নি, তাই কমিশনকে কঠোর হওয়ার পরামর্শ দিলেন বিরোধীরা।