Trying to fool people! Modi’s interim budget punched opponents
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে অর্থমন্ত্রী সীতারমনের অন্তর্বর্তী বাজেট অন্ত:সারশূন্য বলেই একযোগে আক্রমণ করে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস। জনতাকে বোকা বানানোর চেষ্টা চলছে বললো বিরোধীরা।বাজেটকে খোঁচা মেরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অন্তঃসারশূন্য বাজেট। তৃণমূল নেত্রী তথা আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য় বলেন এই বাজেটের কোনো দিশা নেই। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি বলেন, এই বাজেট এটা কি চাকরিহীনদের কর্মসংস্থানের বাজেট। কংগ্রেস দলের আরেক নেতা শচীন পাইলট বাজেট নিয়ে কটাক্ষ করে বলেন, লোকসভার আগে ভোটের প্রচার করেছেন অর্থমন্ত্রীর বাজেট ভাষণ।সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন এই বাজেট সাধারণ মানুষের পক্ষে নয়।