Modi will get 400+ seats, says Omar Abdullah, speculation surrounds the comment
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ২০২৪ এর লোকসভা নির্বাচনে ৪০০-র বেশি আসন পেতে পারে জোট এনডিএ। এমনই মন্তব্য করে প্রশ্নের মুখে পড়লেন ‘ইন্ডিয়া’- জোটের অন্যতম শরিক ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।বৃহস্পতিবার মিডিয়ায় দেওয়া সাক্ষাৎকারে বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মোদীর নেতৃত্বাধীন এনডিএ লোকসভা ভোটে ৪০০-র বেশি আসনে এবারে জিততেই পারে। কারণ হিসেবে উঠে আসছে বিরোধী দলগুলি নিজেদের মধ্যে কোন্দল, গোষ্ঠি সংঘর্ষ। কি করে লড়াই হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের লোকসভার স্লোগান ‘অব কি বার, ৪০০ পার’। এই স্লোগানে আসরে নামতে চলেছে মোদী সরকার। সংসদে নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৩৭০টি আসনে জিতবে বিজেপি। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক ওমর দাবি করেন এনডিএ শরিকদের নিয়ে ৩৭০ টির বেশি সংখ্যক সিট পাবে এনডিএ। ওমর আব্দুল্লার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। জল্পনা।