Omar Abdullah is going to contest the Lok Sabha elections from Barmulla constituency.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কদিন পরই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। তার আগেই প্রার্থী ঘোষণা শেষের পথে প্রায় সব দলেরই। এরই মধ্যে কাশ্মীরে প্রার্থী ঘোষণা করেন ফারুখ আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স। বয়সজনিত কারণে তিনি আর ভোটে দাঁড়াচ্ছেন না। ছেলে ওমর আবদুল্লাই দায়িত্ব তুলে নিয়েছেন কাধে। একসময় সামলেছেন মুখ্যমন্ত্রীর গুরু দায়িত্ব। তবে বাবার কেন্দ্রে ভোটে দাঁড়ানোর ঝুঁকি তিনি নিতে পারলেন না। জেতা আসন হলেও শ্রীনগর থেকে এবার ভোটে লড়বেন না ওমর আবদুল্লা। বরং কাশ্মীরেরই অন্য কেন্দ্রে লড়বেন তিনি। সংখ্যালঘুদের মধ্যে থেকেই সব দল সেখানে প্রার্থী দেয়। আঞ্চলিক চেনা প্রার্থীর চলই বেশি। তাই ভোট কাটাকাটিতে যদি সমস্যা হয়, তাই বার্মুল্লা কেন্দ্র থেকে এবার লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন ওমর আবদুল্লা। তার আশা দলেরই অন্য প্রার্থী ও কর্মীরা নতুন কেন্দ্রে তাকে জেতাতে সক্ষম হবে। এবার কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছে ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স।